প্রথম টেস্টে হারের ধাক্কা। ফের দুঃসংবাদ ভারতীয় শিবিরে। চোটের জন্য ছিটকে গেলেন দলের দুই সদস্য রবীন্দ্র জাদেজা ও কে এল রাহুল। বিরাট কোহলিও দ্বিতীয় টেস্টে নেই। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে চাপ বাড়বে অধিনায়ক রোহিত শর্মার। সরফরাজ খান, সৌরভ কুমার, ওয়াশিংটন সুন্দরকে দলে আনা হয়েছে। এই প্রথম টেস্ট অভিষেক করতে পারেন সরফরাজ।
শুক্রবার থেকে বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হবে। জানা গিয়েছে, হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়েছেন জাদেজা। ডান পায়ের থাইয়ে চোট আছে রাহুলেরও। দুজনকেই NCA-তে পাঠানো হবে।
হায়দরাবাদ টেস্টে দুই ক্রিকেটারই ভাল রান পান। রাহুল কিপিংয়ের পরিবর্তে ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিলেন। জাদেজা না থাকলে টিমের বোলিং কম্বিনেশন নিয়েও ভাবতে হবে কোচ রাহুল দ্রাবিড়কে। এই দল নিয়েই বিশাখাপত্তনমে সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া।