টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি রোহিত শর্মা ও কে এল রাহুল। খাতায় কলমে ওপেনার হিসেবে এমন জুটি নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই জুটি কতটা অচল, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ক্রিকেটার হিসেবে দুজনেই সেরা। কিন্তু এবার T20 বিশ্বকাপে সম্পূর্ণ ব্যর্থ টিম ইন্ডিয়ার এই ওপেনিং জুটি।
বৃহস্পতিবার সেমিফাইনালে ২৮ বলে ২৭ রান করে ফেরেন রোহিত। এবার বিশ্বকাপে একটি ম্যাচেই হাফসেঞ্চুরি করেন হিটম্যান। তা ছাড়া গোটা টুর্নামেন্টেই ব্যর্থ। অন্যদিকে সেমিফাইনালের মতো ম্যাচে মাত্র ৫ রান করে ফেরেন ওপেনার কে এল রাহুল। এবার বিশ্বকাপে দুটি হাফসেঞ্চুরি পেয়েছেন রাহুল। কিন্তু বড় মঞ্চে, যখন রানের প্রয়োজন ছিল, তখন রান পাননি। এবার বিশ্বকাপে তাঁর স্ট্রাইক রেট মাত্র ৭৬। মোট ৬টি ইনিংসে ১৮২ বল খেলে ২৮৩ রান তুলেছেন রাহুল। রাহুলের এই পরিসংখ্যান চিন্তা বাড়াবে নির্বাচকদের।
এবার বিশ্বকাপে বেশ হতাশ করেছে রোহিত শর্মার পারফরম্যান্সও। ৬ ইনিংসে মাত্র ১১৬ রান করেছেন ভারত অধিনায়ক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। T20 ক্রিকেটে গত ১২ ম্যাচে এটাই তাঁর একটি হাফসেঞ্চুরি।
এবার বিশ্বকাপে ৬ ম্যাচে রোহিত ও রাহুলের ওপেনিং জুটি সাফল্য না পাওয়ায়, বড় রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া। যা মিডল অর্ডারের চাপ বাড়িয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ওপেনিং জুটিতে ২৭ রানের পার্টনারশিপ করেন রোহিত ও রাহুল। যা এবার বিশ্বকাপে সর্বাধিক। আগামী বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে নতুন করে দল গোছাতে হবে টিম ইন্ডিয়াকে।