বুধবার আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামছে টিম ইন্ডিয়া (Team India)। এই ম্যাচ জিতে সিরিজে ২-০ ফলে এগিয়ে যাওয়াই লক্ষ্য রোহিত ব্রিগেডের। দক্ষিণ আফ্রিকা সিরিজে (South Africa Series) ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে (First ODI) ম্যাচেই জিতেছে ভারত। টিমে ফিরতে চলেছেন সহ-অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) ও মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। প্রথম একাদশে কোন ওপেনার সুযোগ পাবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে অধিনায়ক রোহিত শর্মাকেই (Rohit Sharma)।
প্রথম ওয়ানডে ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন ইশান কিষান। তাঁর ব্যাট থেকে রানও এসেছিল। কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল টিমে এলে বাদ পড়বেন ইশান কিষান। গত ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন টিমের মিডল অর্ডার দীপক হুডা ও সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে কোনও পরিবর্তন করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: রোহিত শর্মার সঙ্গে অধিনায়ক ধোনির তুলনা করলেন সুনীল গাভাসকর
টিম ইন্ডিয়ার বোলিং বিভাগেও কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ভালো ফর্মে আছেন পেসার মহম্মদ সিরাজ। নতুন বলে তাঁর লাইন ও লেনথ দারুণ কাজ করছে। অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরও গত ম্যাচে ভালো পারফর্ম করছেন! নিয়েছেন তিন উইকেট। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল গত ম্যাচে চার উইকেট নিয়েছেন। তাই একই বোলিং আক্রমণ নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া।