গুরুমন্ত্রেই বাজিমাৎ। অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ফের রানে ফিরলেন লোকেশ রাহুল। বুধবার ওপেন করতে নেমে রাহুলের অবদান ৩২ বলে ৫০ রান। তাঁর এই রানে ফেরায় স্বস্তিতে ভারতীয় শিবির। একইসঙ্গে কাজে এল কোচ বিরাট কোহলির টিপস।
এই ম্য়াচের আগে অ্য়াডিলেডের নেটে রাহুলকে নিয়ে দীর্ঘক্ষণ পড়ে ছিলেন গুরু বিরাট। ব্য়াটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়ে লোকেশ রাহুলকে রানে ফেরাতে মরিয়া ছিলেন মাস্টারমশাই বিরাট। তার ফল এদিন হাতে নাতে পেল টিম ইন্ডিয়া। শুরু থেকেই ছন্দে ছিলেন লোকেশ রাহুল। রোহিত আউট হলেও তাঁর ব্যাট চলল সমান চালে।
এদিন অ্য়াডিলেডে চমক দিয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ম্য়াচ থেকে শিক্ষা নিয়ে ফের একই দলে ফিরে এসেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলে ফেরানো হয়েছে অক্ষর প্যাটেলকে। পন্থ নন, আস্থা দেখানো হয়েছে দীনেশ কার্তিকের উপরেই।