চোট সারিয়ে শ্রীলঙ্কার মাটিতে স্বপ্নের প্রত্যাবর্তন। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ মিনিট মাঠে নেমে ১১১ রানে অপরাজিত। সেই লোকেশ রাহুল কিন্তু জানালেন, পাক ম্যাচের আগে বেশ টেনশনে ছিলেন। তাঁর বেশ নার্ভাস লাগছিল।
গত রবিবার শ্রেয়স আইয়ারের পিঠের চোট হঠাৎ করে তাঁর ভারতীয় দলে ফেরার রাস্তা খুলে দিয়েছিল। শ্রীলঙ্কা ম্যাচের পর রাহুল জানালেন, বুঝতেই পারেননি তাঁকে খেলতে হবে।
গত আইপিএলে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর অস্ত্রোপচার করিয়ে বেঙ্গালরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করেছেন। এশিয়া কাপ এবং বিশ্বকাপের দলে তাঁকে রাখা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন।
কিন্তু রাহুলের ব্যাটে ভরসা রেখেছিলেন ভারতীয় দলের কোচ দ্রাবিড়। এমনকী পাকিস্তানের বিরুদ্ধে তাঁর শতরান আপাতত মুখ বন্ধ করে দিয়েছে সমালোচকদের।
বিশ্বকাপের আগে ভারতীয় দলে প্রশ্ন ছিল চার নম্বরে কে ? কিন্তু এশিয়া কাপে রাহুলকে ওই জায়গায় খেলিয়ে আপাতত উত্তর দিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়।
শ্রীলঙ্কা ম্যাচ পরবর্তী সময় থেকে ভারতীয় ক্রিকেটে এখন নতুন প্রশ্ন পাঁচ নম্বরে কে ? কারণ, ভারতে মাটিতে বিশ্বকাপে লোকেশ রাহুলের জায়গা কার্যত নিশ্চিত। কারণ, উইকেটকিপার হিসাবেও সমান সাবলীল বেঙ্গালুরুর এই ক্রিকেটার।