দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে (Centurion) বক্সিং ডে টেস্টে (Boxing Day test) দুরন্ত ছন্দে কে এল রাহুল (KL Rahul)। করে ফেললেন কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি। দিনের শেষে ১২২ রান করে অপরাজিত আছেন রাহুল। প্রথম দিনেই স্কোরবোর্ডে বড় রান টিম ইন্ডিয়ার (Team India)।
এদিন ম্যাচে মায়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) সঙ্গে ওপেনিং পার্টনারশিপে ১১৭ রান করেন রাহুল। এরপর অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তৃতীয় উইকেটেও যোগ করেন ৮২ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওপেনিং জুটিতে ১০০ রানের বেশি পার্টনারশিপ করে রেকর্ড গড়লেন রাহুল ও মায়ঙ্ক।
আরও পড়ুন: প্রথম টেস্টের আগেও বিরাট বিতর্ক, 'ডাক' করলেন দ্রাবিড়
দক্ষিণ আফ্রিকার হয়ে বক্সিং ডে টেস্টের প্রথম দিন একমাত্র সাফল্য পেলেন লুঙ্গি নিগিদি। পরপর দুই বলে তিনি ফেরান মায়ঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারাকে। তিন উইকেট তুলে নিয়েছেন তিনি।