এই ম্যাচে না খেলতে পারলে বাদ পড়ে যাবেন। এমনই এক আশঙ্কা তৈরি হয়েছিল। ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৯১ বলে ৭৫ রানের ইনিংস এল কে এল রাহুলের ব্যাট থেকে। আর ৪৫ রান করে বড় পার্টনারশিপ গড়ে ম্যাচ বাঁচালেন জাদেজা। প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেট জয় ভারতের।
ওয়াংখেড়ের উইকেটে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ১৮৮ রানে শেষ হয়ে যায় স্মিথদের ইনিংস। রানতাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি ভারতও। প্রথম ২০ ওভারে মাত্র ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টিম ইন্ডিয়া। সেখান থেকেই খেলা ধরে নেন কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা। ১০৮ রানের পার্টনারশিপ করেন তাঁরা।
অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ভারতের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি।