সোমবার থেকে ওয়ানডে সিরিজের (Oneday Series) জন্য অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া (Team India)। চোটের জন্য টিমে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। ফিরবেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।
টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারের পর এবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিসিসিআই (BCCI) টিমের অনুশীলনের ছবি পোস্ট করেছে। টেস্ট সিরিজে হারের বদলা কি ওয়ানডে সিরিজে নিতে পারবে ভারত! বুধ ও শুক্রবার পার্লে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হবে। ২৩ জানুয়ারি কেপটাউনে তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার পর প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)।
আরও পড়ুন: বিরাট কোহলির নেৃতৃত্ব ছেড়ে দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা
ওয়ানডে টিমে এসেছেন জয়ন্ত যাদব ও নভদীপ সাইনি। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে টিমে এসে জয়ন্ত যাদব। মহম্মদ সিরাজের ব্যাক-আপ হিসেবে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন নভদীপ। দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান সিরাজ। শামির পরিবর্তে এসেছেন দীপক চাহার।
ভারতীয় দল- কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গাইকোয়াড, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, ইশান কিষাণ, যুজভেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জয়ন্ত যাদব, নভদীপ সাইনি।