দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নতুন অধিনায়ক পেতে চলেছে ভারতীয় দল (Team India)। চোটের জন্য দক্ষিণ আফ্রিকায় যেতে পারছেন না ভারতের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)।
টেস্টের মতো ওডিআই সিরিজ থেকেও ছিটকে গেলেন রোহিত। দক্ষিণ আফ্রিকায় যাওয়া হচ্ছে না রোহিত শর্মার। চোটের কারণে ছিটকে গেলেন তিনি। সেই কারণেই দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। দলে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও।
U19 Asia Cup Final: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
অধিনায়কত্ব ছাড়ার পর এটাই প্রথম সিরিজ হতে চলেছে বিরাট কোহলীর (Virat Kohli)। তিনি দলে রয়েছেন। রোহিত থাকলে সহ-অধিনায়ক হতেন রাহুলই। কিন্তু রোহিতের অনুপস্থিতিতে সম্পূর্ণ নতুন অধিনায়ককে নিয়ে নামতে চলেছে ভারত। এর আগে দেশকে কোনও ফরম্যাটেই নেতৃত্ব দেননি রাহুল। যদিও আইপিএল-এ (IPL) পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন তিনি।