নিজের উপায় থেকেই রাহুলকে রানে ফেরার উদ্যোগ নিতে হবে। দিল্লি টেস্ট শেষের পর লোকেশের পাশে দাঁড়ালেও কার্যত তাঁর দিকে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে এবার রাহুলের পাশেই দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। যিনি এই সিরিজের ধারাভাষ্যকার। কার্তিকের মতে, ঠিক রানে ফিরবেন রাহুল। তবে ওপেনার নন, লোকেশকে মিডল অর্ডারে ব্যাট করানো প্রয়োজন বলেই মত কার্তিকের। একইসঙ্গে দীনেশের পরামর্শ, ইনদৌর ও আমেদাবাদে রোহিতের সঙ্গী হওয়া উচিত শুভমন গিল।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ফর্ম হারিয়েছেন লোকেশ রাহুল। নাগপুরের পর দিল্লিতেও অজি স্পিন খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর থেকেই প্রশ্ন উঠছে রাহুলের দলে জায়গা পাওয়া নিয়ে। অনেক প্রাক্তনই মনে করছেন পরের দুটি টেস্ট রাহুলকে বসিয়ে দেওয়া উচিত। তাঁদের সঙ্গে একমত নন দীনেশ কার্তিক। তাঁর মতে, মাত্র দুটি টেস্টের উপর বিচার করে এই সিদ্ধান্ত নিলে রাহুলের প্রতি অবিচার করা হবে। ভারতীয় ক্রিকেটার মনে করেন, লোকেশকে সময় দেওয়া উচিত।
১ মার্চ থেকে ইনদৌরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। হোলকাল স্টেডিয়ামে ব্যাটিং ফরমেশন ঠিক কী হবে, তা এখনও ঠিক হয়নি। তবে ইঙ্গিত মিলছে শুভমন গিলের দলের ফেরার। যদি গিল দলে ফেরেন, সেক্ষেত্রে মিডল অর্ডারে ফিরতে পারেন কেএল রাহুল।