পাকিস্তান ক্রিকেটে যুগ বদলেছে। এসেছেন নতুন প্রজন্মের ক্রিকেটার। তবু শোয়েব মালিকের জনপ্রিয়তা এখনও কমেনি। শনিবার তিন নম্বর বিয়ে করলেন পাকিস্তানের ক্রিকেট তারকা। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বাধলেন। ক্রিকেট জীবনে তাঁর কী কী রেকর্ড আছে। এক ঝলকে দেখে নিন তাঁর ক্রিকেট কেরিয়ার!
দেশের হয়ে প্রথম টেস্টে অভিষেক করেছিলেন ২০০১ সালে। বাংলাদেশের বিরুদ্ধে মুলতানে অভিষেক হয়। ২০১৫ সালে শেষ টেস্ট খেলেন শারজায়। ১৯৯৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। ভারতের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে।
টেস্টে তিনটি সেঞ্চুরি আছে তাঁর। ওয়ানডে ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৯। ওয়ানডে ক্রিকেটে তাঁর মোট রান ৭,৫৩৪। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২৪৫। ওয়ানডে ক্রিকেটে শোয়েবের সর্বোচ্চ রান ২৪৫।