আইপিএলের আটটা ম্যাচ খেলে ফেলল আরসিবি। কিন্তু বিরাট ব্যাটে রান কই ? শনিবারও হায়দরবাদের বিরুদ্ধে শূন্য করেই মাঠ ছেড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তা-হলে কী হল বিরাটের ? আইপিএল যত গড়াচ্ছে, এই প্রশ্ন চারিদিক থেকে উঠছে। কেন পারছেন না কোহলি ? কোথায় খামতি থাকছে ? ইতিমধ্যেই ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী পরামর্শ দিয়েছেন, বিরাটকে এবার বিশ্রাম নিতে হবে। কারণ কিং কোহলি মানসিকভাবে বিধ্বস্ত। তাই তিনি ক্রিকেটের উপর ফোকাস করতে পারছেন না।
হায়দরাবাদ ম্যাচের পর ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন মনে করেন, কেরিয়ারের এক কালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট। এই সময়টা খুব কঠিন। যত দ্রুত এই বিপদ কাটিয়ে উঠতে পারবেন, তত দ্রুত তিনি স্বস্তি পাবেন। পিটারসেনের দাবি, বিশ্বের যে কোনও ক্রিকেটারকে এই সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাঁর আশা, পরের ম্যাচের আগে এই পরিস্থিতি থেকে নিজেকে ঠিক বার করে আনতে পারবেন কিং কোহলি।
এই আইপিএলে এখনও পর্যন্ত বিরাট ব্যাটে মাত্র ১১৯ রান। ওয়াকিবহাল মহলের মতে, এই ঘটনা প্রথম নয়। ২০০৮ সালে প্রথম সাতটি ম্যাচে তিনি করেছিলেন ১২২ রান। তার পরের বছর ছিল ১২৩ রান। ২০১০ সালে রান বেড়ে হয়েছিল ১৩১। আবার গোঁত্তা খেতে হয়েছিল ২০১২ সালে। তখন প্রথম সাত ম্যাচে বিরাট করেছিলেন ১২৯ রান।
প্রায় ১০ বছর পর আবার বিরাট ব্যাটে রানের খরা। ভক্তদেরও আশা খরা কাটিয়ে ফের রানের বন্যায় ভাসবে কিং কোহলির ব্যাট।