বিশ্বকাপ শেষ হতেই ফের বড় খবর আইপিএলের বাজারে। এবার শোনা যাচ্ছে মোটা টাকার অফারে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে মেন্টর হওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আগেই ঠিক হয়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের পদ ছাড়ছেন রাহুল দ্রাবিড়। নাইটদের প্রস্তাবে মনে করা হচ্ছে বার্বেডোজ পরবর্তী সময়ে ফের ক্রিকেটে ফেরার জন্য দ্রাবিড়ের সামনে আরও একটা রাস্তা তৈরি হল।
ইতিমধ্যেই আগামী মরশুমের জন্য দল তৈরির কাজ শুরু করে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। গম্ভীরের অবর্তমানে কে মেন্টর হবেন, সেটা চিন্তা ছিল নাইটদের কাছে। যা খবর, তাতে আর কোনও বিদেশি কোচ চাইছে শাহরুখ অ্যান্ড কোম্পানি। তাই প্রাথমিক ভাবে দ্রাবিড়কে মেন্টর পদে এক মরশুমের জন্য ১২ কোটি টাকা নাকি প্রস্তাবও করা হয়েছে।
সম্প্রতি বার্বেডোজে ভারতের বিশ্বজয়ের পর খানিটা মজা করেই দ্রাবিড় জানিয়েছিলেন, যদি কোনও চাকরি থাকে, তাহলে তাঁকে যেন জানানো হয়। নাইট কর্তারা যেন রাহুলের সেই বার্তাকে এবার সিরিয়াস ভাবেই নিলেন।
তবে আইপিএলে দ্রাবিড় আগেও কাজ করেছেন। দু বছর তাঁকে দেখা গিয়েছিল রাজস্থানের মেন্টর হিসাবে। দিল্লিরও একসময় দায়িত্বে ছিলেন তিনি। এবার কি কলকাতা ? উত্তরের অপেক্ষায় নাইটভক্তরা।