IPL 2022 : নাইটদের লক্ষ্য মিশন ইডেন, বৃহস্পতিবার আইপিএলে বদলার ম্যাচে প্রতিপক্ষ দিল্লি

Updated : Apr 27, 2022 14:24
|
Editorji News Desk

তাঁর যখন এবারের আইপিএল (Ipl 2022) অভিযান শুরু করেছিলেন, তখনও ঠিক ছিল না ইডেনে (Eden) হবে আইপিএলের নক-আউট। কিন্তু বোর্ড (Bcci) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Gangully) একটা ঘোষণায় নতুন করে অক্সিজেনের খোঁজে শাহরুখ খানের (Sharuk Khan) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Raiders)। বৃহস্পতিবার দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধে মাঠে নামার আগে ক্রিকেটারদের একটাই কথা বলছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার (Sreyash Iyer)। আর তা হল, তাঁদের ইডেনে খেলতে হবে। কিন্তু পারবে কী টানা চার ম্যাচ হারা কেকেআর উল্কার মতো এই টুর্নামেন্টে ফিরে আসতে ? প্রাক্তনদের মতে, পরিস্থিতি কঠিন, কিন্তু আবার এতটা কঠিন নয়, যে এখান থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব। কারণ গত বছর নজির আছে। টানা আট ম্যাচ জিতে ফাইনাল খেলেছিল কেকেআর।

ফিরতি লিগে আবার দিল্লি। গত ম্যাচে এই দিল্লির কাছে ৪৪ রানে হেরেছিল কলকাতা। পৃথ্বী শ (Prithvi Sha), ডেভিড ওয়ার্নাররা (David Warner) হেলায় হারিয়ে দিয়েছিলেন কলকাতাকে। আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এখন আট নম্বরে দাঁড়িয়ে শ্রেয়সের কেকেআর। আর উল্টোদিকে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে দিল্লি।

এই ম্যাচে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত কেকেআর শিবিরে। শেষ ম্যাচে কলকাতা মাত্র আট রানে হেরেছিল গুজরাতের কাছে। রাসেলের একারল চেষ্টাতেও ম্যাচ বের করতে পারেননি। কিন্তু ইডেনে প্লে-অফ খেলতে হলে দিল্লি জয় থেকে নতুন করে শুরু করতে হবে কলকাতাকে। কারণ, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ভরা ইডেনে হবে আইপিএল প্লে-অফ। এই সুযোগ কী হাতছাড়া করতে চাইবেন বাদশা ও তাঁর বাহিনী ? উত্তর পেতে হলে চোখ রাখতে হবে বৃহস্পতিবারের কলকাতা বনাম দিল্লির ম্যাচে। কারণ, ৪৪ রানের হারের বদলা নিয়ে মরিয়া এখন নাইটরা।

IPL 15KKRDC

Recommended For You

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা