বাগডোগরা হাঁসখোয়া চা বাগানে জলের রিজার্ভারে পড়ে মৃত্যু এক চিতাবাঘের। বনকর্মীরা পৌঁছনোর আগেই জলে ডুবে মৃত্যু হয় চিতাবাঘের। ঘটনাটি ঘটেছে বাগডোগরার হাঁসখোয়া চা বাগানে।
স্থানীয় সূত্রে দাবি, রবিবার সকালে বাগডোগরার হাঁসখোয়া চা বাগানে হঠাৎ করেই আসে একটি চিতাবাঘ। এরপর অসতর্কতায় রিজার্ভারে পড়ে যায়। রিজার্ভারের গায়ে কোনও খাঁজ না থাকায় তা বেয়ে উঠে আসা সম্ভব হয়নি। বনবিভাগে খবর দেওয়া হয়। কিন্তু তারা আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে চিতাবাঘটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, জল থেকে উঠে আসার আপ্রাণ চেষ্টা করছিল চিতাবাঘটি। পরে বনবিভাগের কর্মীরা এসে রিজার্ভার থেকে চিতাবাঘটির দেহ উদ্ধার করে। ওই মৃত বাঘের দেহ ময়নাতদন্তও করা হবে বলে জানিয়েছে বনবিভাগ।
কিন্তু কীভাবে রিজার্ভারে পড়ল চিতাটি! প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হয়তো দৌড়ে যাওয়ার সময় কোনও ভাবে পড়ে গিয়েছে রিজার্ভারে। চা বাগান এলাকায় তিটাবাঘ মৃত্যুর ঘটনা নতুন নয়। প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারায় চিতাবাঘ। কখনও গাড়ির সামনে পড়েও প্রাণ যায় চিতাবাঘের।