টানা দু'বছর একটিও শতরান এল না বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে। ৭০টি আর্ন্তজাতিক শতরানের মালিক ভারতীয় টেস্ট ক্যাপ্টেনের ৭১ তম শতরানের জন্য অপেক্ষা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। বুধবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে চলতি বছরের প্রথম শতরান করার সুযোগ ছিল কোহলির সামনে। কিন্তু আবারও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ১৮ রানে আউট হলেন তিনি।
সেঞ্চুরিয়ন টেস্টে অবশ্য ভালো জায়গায় ভারত। জিততে গেলে ৩০৫ রান করতে হবে প্রোটিয়াদের। শুরুতেই একটি উইকেট হারিয়েছে তারা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর আবারও জ্বলে উঠেছেন মহম্মদ শামি।
South Africa vs India: সেঞ্চুরিয়নে উইকেটের ডবল সেঞ্চুরি মহম্মদ শামির
ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার সামনে আরও বড় টার্গেট রাখতে পারেনি ভারত। ১৭৪ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস।