আইপিএলের মেগা নিলামে (IPL Lega Auction 2022) অনেক পুরনো ক্রিকেটারদের দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে এমন কিছু নতুন ক্রিকেটারকেও দলে রাখা হয়েছে, যারা নিমেষে বদলে দিতে পারে ম্যাচ। সবার ওপরে আছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্ব। তাই এবারও আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কোনও অংশেই কম নয়।
২৬ মার্চ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে নামবে সিএসকে। এই আইপিএলে ওটাই প্রথম ম্যাচ। নতুন অনেক ক্রিকেটার টিমে এলেও কোর টিম কিন্তু একই থাকছে চেন্নাইয়ের।
আইপিএলে সিএসকে-র সম্ভাব্য একাদশ
এবারও আইপিএলে চেন্নাইয়ের হয়ে ওপেন করতে দেখা যাবে রুতুরাজ গাইকোয়াড়কে। সঙ্গে থাকবেন কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে। মিডল অর্ডারে মইন আলি, অম্বতি রায়াডু, এমএস ধোনি, রবিন উথাপ্পাও থাকবেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের তারকা ক্রিকেটার রাজবর্ধন হাঙ্গারগেকরকে দলে নিয়েছে সিএসকে। প্রথম একাদশে সুযোগ পেতে পারেন তিনিও। অলরাউন্ডার হিসেবে থাকছেন ডোয়েন ব্র্যাভো, শিবম দুবে।
আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশকে ১১০ রানে হারাল টিম ইন্ডিয়া, জিতে সেমিফাইনালের পথ মসৃণ মিতালিদের
এবার আইপিএলে সর্বোচ্চ দাম পেয়েছেন পেসার দীপক চাহার। তাঁকে ১৪ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে। প্রথম কয়েকটি ম্যাচে চাহার না থাকলেও ফিরবেন আইপিএলের শেষ লগ্নে। বোলিং বিভাগে চাহার ছাড়াও থাকছেন ক্রিস জর্ডান ও অ্য়াডাম মিলনে। এখনও পর্যন্ত আইপিএলে খুব একটা দাগ কাটতে পারেননি দুই বিদেশি।