মঙ্গলবার ৪৯-এ পা দিলেন ভারতীয় ক্রিকেটের 'দ্যা ওয়াল' রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। ভারতীয় দলের কোচের জন্মদিনে দক্ষিণ আফ্রিকার(South Africa) মাটিতে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া(India)।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা(South Africa) সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হল। জন্মদিনে দলের কাছে প্রোটিয়া বধের এক নিখুঁত পরিকল্পনা ছাড়া আর কী বা আশা করতে পারেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid)।
প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে ভারত(India) ১-০ তে সিরিজে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ভারতকে পর্যুদস্ত করে সিরিজে সমতা ফেরায় প্রোটিয়ারা(South Africa)। এবার দক্ষিণ আফ্রিকার(South Africa) মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শেষ ম্যাচে নেমেছে ভারত।
নিজের ক্রিকেট ক্যারিয়ারে মোট ৫০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দ্রাবিড়(Rahul Dravid)। সব ফরম্যাট মিলিয়ে ৪৮টি শতক এবং ১৪৬টি অর্ধশতক সহ মোট ২৪,২০৮ রান করেছেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) চোখধাঁধানো রেকর্ড আজও অক্ষত রয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১টি টেস্ট ম্যাচে ৬২৪ রান করেন। প্রোটিয়াদের বিরুদ্ধে রান সংগ্রহের ক্ষেত্রে শচীন তেন্ডুলকরের(Sachin Tendulkar) পরেই রয়েছেন ভারতীয় ক্রিকেটের 'দ্যা ওয়াল'।