বাংলাদেশে ফিরে যাচ্ছেন লিটন দাস (Litton Das)। আইপিএলে কেকেআরের (KKR) হয়ে একটি ম্যাচেই খেলেছেন তিনি। দিল্লির সেই ম্যাচে লিটনের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না।
পরের ম্যাচেই বাদ পড়েন। কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে, লিটনের পরিবারের কারও শরীর খারাপ। তাই ফিরে যেতে হচ্ছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার জন্য প্রথমে কেকেআরের হয়ে খেলতে আসতে পারেনি। গত ৯ এপ্রিল কলকাতায় এসেছিলেন লিটন দাস। কেকেআর টিমে এই মরশুমে আর কোনও ম্যাচ নাও খেলতে পারেন তিনি।