বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2023)। তার আগেই সমস্যায় পড়ল টাইগার শিবির। এশিয়া কাপ থেকে বাদ পড়লেন বাংলাদেশের ওপেনার লিটন দাস (Litton Das)।
গোটা প্রতিযোগিতায়ই পাওয়া যাবে না বাংলাদেশের এই ক্রিকেটারকে। তাঁর বদলে এশিয়া কাপে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন আনামুল হক। বুধবারই দলে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন - ক্রিকেটের কোন ফরম্যাটে খেলতে পছন্দ করেন ? বিশ্বকাপের আগে যা বললেন বিরাট কোহলি...
জানা গিয়েছে, অসুস্থ লিটন দাস। এই ভাইরাল জ্বর হওয়ায় দলের সঙ্গে শ্রীলঙ্কা যাননি তিনি। প্রথমে জানা গিয়েছিল প্রথম ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। বুধবার সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এশিয়া কাপের কোনও ম্যাচেই খেলবেন না লিটন।