শেল্ডন, বাসুদেবা, চিরাগ জানি। এই তিন ব্যাটারের অর্ধশতরানের দৌলতে বাংলার উপর চাপ বাড়াল সৌরাষ্ট্র। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট খুইয়ে সৌরাষ্ট্রের সংগ্রহ ৩১৭ রান। ফলে দিনের শেষে বাংলার চেয়ে ১৪৩ রানে এগিয়ে রয়েছেন জয়দেব উনাদকাটরা। দিনের শেষে অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন অর্পিত বাসুদেবা ও চিরাগ জানি। এই দুই মারকুটে ব্যাটারের সৌজন্যে ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সৌরাষ্ট্র।
দ্বিতীয় দিনের শুরুতে একটু ধরে খেলতে শুরু করেছিলেন শেল্ডন, বাসুদেবারা। কিন্তু অর্ধশতরান করে শেল্ডন আউট হতেই চালিয়ে খেলা শুরু করেন বাসুদেবা। মধ্যাহ্নভোজের পর বাংলার অবস্থা এমন দাঁড়ায় যে, বোলিংয়ের খামতি ঢাকতে পার্টটাইমার হিসেবে বল হাতে তুলে নেন অধিনায়ক মনোজ। তবুও বাসুদেবা-চিরাগ জুটিতে ফাটল ধরাতে পারেনি বাংলার বোলাররা।
চা বিরতির পর খেলা শুরু হতে হতেই অনেকটা সময় পেরিয়ে যায়। কম আলোর জন্য প্রথমে খেলা শুরু করতে চাইছিলেন না আম্পায়াররা। তবে শেষপর্যন্ত খেলা শুরু হয়। সৌরাষ্ট্রের(Saurastra in Ranji Trophy Final 2023) তরফে শেল্ডন জ্যাকসন ও অর্পিত বাসদেবার বড় রানের পার্টনারশিপই পার্থক্য গড়ে দেয়। ৫৯ রান করে শেলডন ফিরে গেলেও ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন অর্পিত বাসদেবা। তাঁদের দুরন্ত পার্টনারশিপেই পিছিয়ে পড়ে বাংলা(Ranji Trophy Final 2023)।