মায়ের অসুস্থতা। রাজকোট টেস্টের মাঝপথে ফিরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের নজির গড়ার পরই চেন্নাই ফিরতে হয় অশ্বিনকে। চতুর্থ দিন ফের দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এবার এই নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট অশ্বিনের স্ত্রী পৃথীর। তাঁর মতে, এটা তাঁদের জীবনের সবথেকে দীর্ঘতম ৪৮ ঘণ্টা।
পৃথী সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করেন। রাজকোট টেস্টের আগে ৪৯৯টি উইকেট ছিল অশ্বিনের ঝুলিতে। তৃতীয় টেস্টেই ৫০০ উইকেট পান। এই ৪৯৯- ও ৫০০ উইকেট প্রাপ্তির মাঝের সময় নিয়ে পোস্ট করেন পৃথী।
আরও পড়ুন: চতুর্থ দিন দলের সঙ্গে যোগ, অশ্বিনের ভূয়সী প্রশংসায় রোহিত শর্মা
পৃথী সোশ্যাল মিডিয়ায় লেখেন, "হায়দরাবাদে ৫০০ রান তাড়া করেছিলাম। তখনও হয়নি। ভাইজ্যাগেও হয়নি। ৪৯৯-এ দাঁড়িয়ে ছিলেন। তখনই মিষ্টি আনি। ৫০০ এল আর নিঃশব্দে চলেও গেল। এটা সবথেকে দীর্ঘতম ৪৮ ঘণ্টা। ৫০০ ও ৫০১-এর মধ্যে অনেকটা সময়। দারুণ সাফল্য। তোমার জন্য গর্বিত।"