ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে আইপিএল অভিযান শেষ করল লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরান ও কে এল রাহুলের ব্যাটে ২১৪ রান তোলে লখনউ। রান তাড়া করতে গিয়ে ১৯৬ রানে থেমে যায় মুম্বইয়ের ইনিংস। বড় রান করেন রোহিত শর্মা ও নমন ধীর।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পাওয়ারপ্লে-তে ৫০ রানের গণ্ডি পার করে লখনউ। খেলা ধীর গতিতে শুরু হয়। কিন্তু মাত্র ১৯ বলে ৫০ রান করে খেলার মোড় ঘুরিয়ে দেন নিকোলাস পুরান। চতুর্থ উইকেটে মাত্র ৩৮ বলে ১০০ রানের পার্টনারশিপ করে লখনউ। তুলে নেয় বড় রান।
রানতাড়া করতে নেমে বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা। ৩৮ বলে ৬৮ রান করেন তিনি। কিন্তু দাঁড়াতে পারেননি কোনও ব্যাটসম্যানই। ২৩ রান করে ফেরেন ডেওয়াল্ড ব্রেভিস। শূন্য রানে ফেরেন সূর্যকুমার যাদব। ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া ১৪ ও ১৬ রান করেন। এরপর দলকে টানেন নমন ধীর। কিন্তু ফিনিশ করতে পারেননি। মাত্র ২৮ বলে ৬২ রান অপরাজিত ছিলেন তিনি। শেষ ম্যাচেও হারতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে।