গতির নতুন নাম মায়াঙ্ক যাদব। চিন্নাস্বামীতে যার গতির সামনে থমকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করলেন মায়াঙ্ক। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলেন নিলেন ৩ উইকেট। ১৮২ রান তাড়া করতে নেমে ১৯.৪ বলে অলআউট হয়ে গেলেন বিরাট-ডুপ্লেসিরা।
মঙ্গলবার বিধ্বংসী ব্যাটিং শুরু করেন লখনউ সুপার জায়ান্টসের ওপেনার কুইন্টন ডি কক। ৫৬ বলে ৮১ রান আসে তাঁর ব্যাটে। আর শেষ দিকে ২১ বলে ৪০ রানের ইনিংস খেললেন নিকোলাস পুরান। তাঁর ১০৬ মিটার ছয় গ্যালারির ছাদে গিয়ে পড়ে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে এলএসজি।
রান তাড়া করতে নেমে বিরাট ও দুপ্লেসি ফেরেন প্রথম ৫ ওভারের মধ্যে। মানিমারন সিদ্ধার্থের ডেলিভারিতে ২২ রানে ফেরেন বিরাট। পাড্ডিকালের থ্রো-তে রান আউট হন ডুপ্লেসি। আরসিবির মিডল অর্ডারে ধস নামিয়ে দেন মায়াঙ্ক যাদব। রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরুন গ্রিনকে ফেরান তিনি। শেষ দিকে ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন মহিপাল লোমর। কিন্তু ম্যাচ বাঁচাতে পারেনি আরসিবি।