কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯৮ রানে হার। ম্যাচের পর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল জানালেন, পাওয়ারপ্লে-তে কলকাতা নাইট রাইডার্সের বড় রানেই চাপ তৈরি হয়েছিল। বোলাররা তা সামলাতে পারেননি। নারিন ও সল্টের প্রশংসাও করেন রাহুল।
রবিবার একেনা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। ম্যাচের পর বলেন, "বড় রান তাড়া করতে গেলে, উইকেট হাতে রাখতে হয়। কিন্তু উইকেট পড়ে গেলে কাজটা কঠিন হয়ে যায়। দলের পারফরম্যান্স ভাল হয়নি। সুনীল নারিন ও ফিল সল্ট পাওয়ারপ্লে-তে বড় রান করেছেন। তরুণ বোলাররা সেই চাপ নিতে পারেনি।" নারিন-সল্টের ইনিংসে তাঁদের পরিকল্পনা ঘেটে গিয়েছে। ম্যাচের পর জানালেন লখনউ অধিনায়ক।
লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন নবীন উল হক। যশ ঠাকুর, রবি বিষ্ণোই ও যুধবীর সিং একটি করে উইকেট পেয়েছেন।