টানা দুবছর আইপিএলে পারফরম্যান্স। এই বছর প্রথম লখনউর ঘরের মাঠে খেলা। শহরের সঙ্গে টিমের আত্মিকতা আরও বেড়েছে। আইপিএল টিম হিসেবেও সাফল্য পেয়েছে টিম। খুশি আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেডের সিইও বিনোদ বিস্ত।
৮ মার্চ, এবার লখনউ টিমের জার্সি উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে ফ্যান ক্লাবের সঙ্গে সরাসরি সংযোগস্থাপন করে ফ্র্যাঞ্চাইজি। দেশে ৬০০০-এর বেশি ফ্যান ক্লাব তৈরি হয়েছে। বিজ্ঞাপনী মাধ্যম, সোশ্যাল মিডিয়াতেও সাড়া ফেলে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এবার একেনা স্টেডিয়ামে গোটা মরশুম জুড়ে উপস্থিত ছিলেন প্রায় ৩ লক্ষ সমর্থক।
আগামী দিনে টিমের প্রচারকে ভারত ও বিদেশে আরও ভালভাবে করতে বদ্ধপরিকর লখনউ সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজি।