লখনউ সুপার জায়েন্টের হয়ে আইপিএল খেলতে ভারতে পৌঁছেছেন প্রোটিয়ার তারকা ক্রিকেটার কেশব মহারাজ। আর ভারতে পৌঁছে তিনি চলে গেলেন অয্যোধ্যার রাম মন্দির দর্শন করতে। পুজোও দিলেন। সে ছবি নিজেই শেয়ার করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার।
কেশব মহারাজের রাম ভক্তের কথা কারও অজানা নয়। জানুয়ারি মাসে যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছিল তখনই রামলালার দর্শনের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। অবশেষে তাঁর ইচ্ছেপূরণ হল।
আরও পড়ুন - প্র্যাকটিস ম্যাচে রোহিতকে জড়িয়ে ধরে সুখী পরিবারের বার্তা দিলেন হার্দিক
বৃহস্পতিবার অযোধ্যায় পৌঁছন কেশব। রামলালার দর্শন করেন। পুজো দেন। ভক্তি ভরে হাত জোর করে প্রার্থনাও করেন তিনি।