ইডেনে জ্বলে উঠলেন নিকোলাস পুরান। ৩০ বলে ৫৮ রানের ইনিংস এল তাঁর ব্যাট থেকে। ৫ উইকেট হারিয়ে ফেলেও ফের ঘুরে দাঁড়াল লখনউ সুপার জায়ান্টস। ভাল বল করেও রান আটকাতে পারল না কলকাতা। কেকেআরকে ১৭৭ রানের টার্গেট লখনউর।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক নীতিশ রানা। ওপেনার করন শর্মাকে ফেরানে কলকাতার হর্ষিত রানা। কুইন্টন ডি কক ও প্রেরক মানকাড় কিছুটা লড়াই শুরু করেছিলেন। কিন্তু বৈভব অরোরার ডেলিভারিতে ২৬ রানে ফেরেন মানকড়। ২৮ রানে ফেরেন কুইন্টন ডি কক। ফেরান বরুণ চক্রবর্তী। শেষদিকে বিধ্বংসী ব্যাটিং করেন পুরান ও বাদোনি।
এদিন কেকেআর টিমে সাফল্য পেয়েছেন সুনীল নারিও। ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট পান তিনি। ২টি করে উইকেট পেলেন শার্দুল ঠাকুর ও বৈভব অরোরা।