বিধ্বংসী ব্যাটিং স্টয়নিসের। ২০ ওভারের শেষে মুম্বইকে ১৭৮ রানের লক্ষ্যমাত্রা লখনউ সুপার জায়ান্টসের। সৌজন্যে ক্রুনাল ও স্টয়নিস জুটি। ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হন ক্রুনাল। কিন্তু ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত স্টয়নিস। শেষ ১৬ বলে তুললেন ৪৮ রান।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। সাফল্যও এসেছিল। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল লখনউ। ৫৯ বলে ৮২ রানের পার্টনারশিপ গড়ে লখনউকে বড় রান তুলে দেন ক্রুনাল ও স্টয়নিস জুটি। ক্রুনাল ফেরার পর আরও বিধ্বংসী মেজাজে ব্যাট করেন স্টয়নিস।
মুম্বইয়ের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বেহেরনডর্ফ। ১ উইকেট পেয়েছেন পীযূশ চাওলা।