রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস কে এল রাহুলের। ৩১ বলে ৫০ রানের ইনিংস দীপক হুডার। ২০ ওভারে ১৯৬ রান তুলল লখনউ সুপার জায়ান্টস।
এদিন একেনা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। শুরুতেই উইকেট হারিয়ে ফেলে লখনউ। কুইন্টন ডি কক ৮ রানে ফেরেন। মার্কাস স্টয়নিস মাত্র ০ রান ফেরেন। ১১ রানে ২ উইকেট পড়ে যায়। অধিনায়ক কে এল রাহুল ও দীপক হুডার বড় পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় লখনউ। ৪৮ বলে ৭৬ রান করেন কে এল রাহুল। ৩১ বলে ৫০ রান করেন দীপক হুডা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে লখনউ সুপার জায়ান্টস।