শনিবার আইপিএলে নামছে লখনউ সুপার জায়ান্টস। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। মরশুমের শুরুতে সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে হারতে হয়েছে লখনউকে। এবার ঘরের মাঠে বদলার ম্যাচ কে এল রাহুলদের। দলে ফিরতে পারেন দলের অন্যতম পেসার মায়াঙ্ক যাদব।
শনিবারের ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের জন্য গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে শুধু বদলা নয়, এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাও ধরে রাখতে চায় লখনউ। কুইন্টন ডি কক, কেল এল রাহুল ওপেনিংয়ে টিমকে ভরসা দিচ্ছেন। মিডল অর্ডারেও শক্তি বাড়িয়েছে মার্কাস স্টয়নিসের গত ম্যাচের ইনিংস। চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে জিতেছে লখনউ। নিকোলাস পুরান, দীপক হুডারাও ছন্দে আছেন। শনিবার রাজস্থান ম্যাচে বাড়তি দায়িত্ব নেবেন তাঁরাও।
চলতি আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করেছে রাজস্থান রয়্যালস। আটটি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে জিতেছে রাজস্থান। তাই এই মরশুমে রাজস্থান রয়্যালস যে কোনও প্রতিপক্ষের কাছেই কঠিন ম্যাচ। দারুণ পারফরম্যান্স করছেন রিয়ান পরাগ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। ফর্মে আছেন জস বাটলারও। অধিনায়ক সঞ্জু স্যামসনও রানের মধ্যে আছেন। দুরন্ত বোলিং করছেন ট্রেন্ট বোল্ট, যুজভেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, আবেশ খানরা। লখনউর ঘরের মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না সঞ্জু স্যামসনরা।