রবিবার আইপিএলে ধুন্ধুমার। প্রথম ম্যাচ খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। সোয়াই মানসিং স্টেডিয়ামে ঘরের মাঠে নামছে রাজস্থান রয়্যালস।
২০২২ ও ২০২৩ আইপিএলে, দুবারই প্লে-অফে উঠেছিল লখনউ সুপার জায়ান্টস। নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনে এই মরশুমে নামবেন কে এল রাহুলরা। অস্ট্রেলিয়া ও পারথ স্কর্চার্সে হেড কোচ থাকাকালীন সাফল্য এনে দিয়েছিলেন। তাই এবার নতুন স্বপ্ন দেখছেন লখনউর অনুরাগীরা। এদিকে এই মরশুমে মার্ক উডকে পাবে না লখনউ সুপার জায়ান্টস। তবে দলের জন্য ভাল খবর, ফিট কে এল রাহুল। তাঁকে এবার গোটা মরশুমেই পাবে লখনউ।
এই মরশুমের আগে রাজস্থান রয়্যালসও দলেও পরিবর্তন হয়েছে। অ্যাডাম জাম্পার পরিবর্তে এসেছেন তনুশ কোটিয়ান। রভমান পাওয়েল, নান্দ্রে বার্গারের মতো বিদেশিও আছেন রাজস্থান টিমে।