নতুন মরশুমে, নতুন জার্সি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য নতুন জার্সির উন্মোচন করতে চলেছে লখনউ সুপার জায়েন্ট। মঙ্গলবার এই পর্দা উঠতে চলেছে। লোকেশ রাহুলের নেতৃত্বে গতবছর আইপিএল খেলছিল লখনউ। প্রথমবার আইপিএল খেলতে নেমে নাম ঠিক করার দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছিল ফ্যানদের। এবারও নতুন জার্সির রং কী হবে, সেই দায়িত্ব দেওয়া হয়েছিল লখনউয়ের বাসিন্দাদের উপরে।
এই মরশুমে ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। গতবছর অভিষেকে দুরন্ত পারফরম্যান্স করেছিল লখনউ সুপার জায়েন্টের। টিম ম্যানেজমেন্টের দাবি, এই বছরও লোকেশ রাহুলের নেতৃত্বে বাকিদের চ্যালেঞ্জ দেওয়ার জন্য তৈরি তারা।