পঞ্জাব কিংসকে ৫৬ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আর জয়ের পরই পয়েন্ট টেবিলে লম্বা লাফ কে এল রাহুলদের। আইপিএল পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এল লখনউ। এখনও পর্যন্ত মোট ৮টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে জিতেছে লখনউ। হারের পরেও ৬ নম্বরে আছে পঞ্জাব কিংস।
শুক্রবার মোহালিকে অবিশ্বাস্য ইনিংস এসেছে মার্কাস স্টয়নিস ও কাইলি মেয়ার্সের ব্যাট থেকে। আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তোলে লখনউ। ২০ ওভারে তাঁরা করে ২৫৭। ২৪ বলে ৫৪ রান করেন মেয়ার্স। ৪০ বলে ৭২ রান করেন স্টয়নিস। ১৯ ওভার ৫ বলে ২০১ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস।
পঞ্জাবের হয়ে ৩৬ বলে ৬৬ রান করেন অথর্ব তাইডে। লিয়াম লিভিংস্টোন ও সিকান্দার রাজা বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। অধিনায়ক শিখর ধাওয়ান দীর্ঘদিন পর মাঠে নামলেও ব্যাট হাতে ব্যর্থ হন।