নতুন বছরে নয়া অবতারে লখনউ সুপার জায়েন্টস। মঙ্গলবার আসন্ন আইপিএলের জন্য নিজেদের নতুন জার্সি উদ্বোধন সুপার জায়েন্টদের। রীতিমতো দিনক্ষণ মেনে বাস্তুশাস্ত্রের কথা মাথায় রেখে জার্সি উদ্বোধন করেন আরপিএসজি গ্রুপের ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা। গাঢ় নীল রঙের এই জার্সিজুড়ে দলের নাম লেখা রয়েছে।
সঞ্জীব গোয়েঙ্কা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, দলের পরামর্শদাতা গৌতম গম্ভীর এবং অধিনায়ক কেএল রাহুল। এছাড়াও ছিলেন লখনউয়ের বেশকিছু খেলোয়াড়।
আরও পড়ুন- Haridevpur Murder Update: হরিদেবপুর খুনে তৎপর পুলিশ, মৃতা ডালিয়া নরেন্দ্রপুরের বাসিন্দা বলেই খবর
আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় দিয়ে এবারের লড়াই শুরু করতে চাইছেন কেএল রাহুলরা।