বুধবার আইপিএলে (IPL 2022) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতেছে কলকাতা। এদিকে প্রথমবার আইপিএলে খেলতে নেমে ৮ ম্যাচে জিতেছে লখনউ সুপার জায়ান্টস। কলকাতাকে হারালেই প্লে-অফে যাওয়া নিশ্চিত হয়ে যাবে লখনউ সুপার জায়ান্টসের।
গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দারুণ খেলেছিল লখনউ। সেই পারফরম্যান্সই আত্মবিশ্বাস জোগাচ্ছে অধিনায়ক কেএল রাহুলকে। আইপিএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে হেরেও ১৬ পয়েন্ট তুলে নিয়েছে লখনউ।
আরও পড়ুন: পাঞ্জাবকে ১৭ রানে হারিয়ে প্লে-অফের কাছে দিল্লি, চাপ বাড়ছে কেকেআরের উপর
গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আত্মবিশ্বাসী কলকাতাও। টিমের জন্য দুঃসংবাদ, এবার আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে। কেকেআর টিমে ফর্মে আছেন আন্দ্রে রাসেল। গত ম্যাচে ২৮ বলে ৪৯ রান করেছেন রাসেল। লখনউ ম্যাচে তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে অধিনায়কের। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। এই ম্যাচে টসই গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে দুই টিমের অধিনায়কের কাছে।