এই মরশুমের সবথেকে কঠিন লড়াই। বলা যেতে পারে, প্লে-অফে ওঠার জন্য দুই টিমই আমনে-সামনে টক্কর দেবে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না। মঙ্গলবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।
আগামী শনিবার ইডেনে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লখনউ। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতেই হবে তাঁদের। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে লখনউ। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে লড়াইয়ে খাদের কিনারায় দুই দলই।
মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম শক্তি সূর্যকুমার যাদব। রোহিতও কিছুটা ছন্দে ফিরেছেন। একেনা স্টেডিয়ামে লখনউর ঘরের মাঠে সেরাটা দেওয়ার জন্য তৈরি মুম্বই। এদিকে লখনউ সুপার জায়ান্টস টিমে কে এল রাহুল চলে যাওয়ার পর শক্তি অনেকটাই কমে গিয়েছে। কাইলি মেয়ার্স, রবি বিষ্ণোই ও অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার উপর নির্ভর করে থাকবে টিম। ওপেনিংয়ে কুইন্টন ডি-কক কিছুটা ভরসার জায়গা তৈরি করেছেন। মুম্বই ম্যাচে তাঁর দিকে তাকিয়ে থাকবে টিম।