শুক্রবার আইপিএলে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। মোহালির মাঠে কঠিন লড়াইয়ে মুখোমুখি হবে দুই টিম। টুর্নামেন্টের এখনও অর্ধেক বাকি। এই সময় প্রত্যেক ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় লখনউ। এদিকে ঘরের মাঠে জয়ের ধারাবাহিকা ধরে রাখাই চ্যালেঞ্জ পঞ্জাব কিংস।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ৪৬ বলে কোনও বাউন্ডারি মারতে পারেননি লখনউ টিম। ঘরের মাঠে হারতে হয়েছিল লখনউকে। এবার মোহালিতে সেই ভুল করতে চান না কে এল রাহুল। টিমে নেই মার্ক উড। অধিনায়ক কে এল রাহুল ফর্মে ফিরেছেন। কাইলি মেয়ার্সের উপরও ভরসা করবেন অধিনায়ক।
এদিকে পঞ্জাব কিংস টিমে বোলিং নিয়েই সমস্যা নেই। কিন্তু শিখর ধাওয়ান মাঠের বাইরে চলে যাওয়ার পর সমস্যা আরও বেড়েছে। অধিনায়ক স্য়াম কারেন চাইছেন, এই ম্যাচে জয়ে ফিরতে। এখনও টিমের সঙ্গে যোগ দেননি লিয়াম লিভিংস্টোন।