শেষ ওভার পর্যন্ত গড়াল খেলা। রুদ্ধশ্বাস ম্যাচে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। বৃহস্পতিবার আইপিএলে (IPL 2022) দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল লখনউ। ৫২ বলে ৮০ রান করলেন কুইন্টন ডি কক (Quinton De Cock)। কাজে লাগল না দিল্লির পৃথ্বী শ-এর ইনিংস।
স্কোরবোর্ডে কম রান থাকা সত্ত্বেও রানতাড়া করতে গিয়ে বেগ পেতে হল লখনউকে। কুইন্টন ডি কক আউট হয়ে যাওয়ার পর চাপ বাড়ে লখনউ শিবিরে। এভিন লিউইস ফেরেন মাত্র ৫ রানে। শেষ ওভারের প্রথম বলে আউট হন দীপক হুডা। অবশেষে ম্যাচ শেষে করে ফেরেন ক্রুনাল পান্ডিয়া ও আয়ুশ বাদোনি। শেষ দুই বলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি আসে বাদোনির ব্যাট থেকে।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী (Prthvi Shaw)। ৩৪ বলে ৬১ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। কিন্তু ব্যর্থ হয় টিমে বাকি ব্যাটসম্যানরা। ডেভিড ওয়ার্নার ও রোভমান পোয়েলের উইকেট হারানোর পর ক্রিজে নামেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। ৩৬ বলে ৩৯ রান করেন তিনি। ২৮ বলে ৩৬ রান করেন সরফরাজ খান। কিন্তু সেই রান যথেষ্ট ছিল না টিমের পক্ষে। ঋষভ ও সরফরাজের চেষ্টায় প্রথম ইনিংসে দিল্লি তোলে ১৪০ রান। লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুই উইকেট নেন রবি বিষ্ণোই।
আরও পড়ুন: শুক্রবার ব্রেবোর্নে মুখোমুখি পাঞ্জাব ও গুজরাট, লড়াইয়ে এগিয়ে হার্দিকের দল
রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেন অধিনায়ক কে এল রাহুল ও কুইন্টন ডি কক। রাহুল ২৫ বলে ২৪ রান করে ফেরেন। অসাধারণ ইনিংস আসে ডি-ককের ব্যাট থেকে। কিন্তু কুলদীপ যাদবের বলে ডি কক ফিরতেই চাপে পড়ে যায় লখনউ। শেষ ওভারের প্রথম বলেই দীপক হুডাকে ফেরান দিল্লির বোলার ললিত যাদব।