বলা হয় কলকাতার (Kolkata) গরমকে নাকি পাল্লা দেয় মুম্বইয়ের (Mumbai) গরম। তবে কলকাতার মতো ভ্যাপসা নয়, মুম্বইয়ের গরম। রোদের তাপ আছে, আবার হাওয়াও চলে। অনেকটা ফুরফুরে বলা যেতে পারে। তেমনই ফুরফুরে মেজাজ লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) অন্দরেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Ipl 2022) অভিষেক মরশুমে নজর কেড়েছেন লখনউয়ের নবাবরা। তাই সোমবার হায়দরবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে জয়, তাঁদের সেই আত্মবিশ্বাসকে আরও দ্বিগুণ করেছে। তবে আত্মতুষ্ঠির কোনও জায়গা নেই। তাই বুধবার মুম্বইয়ের (Mumbai) চড়া রোদেও নেটে দেখা গেল সুপার জায়েন্টসদের। কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের (Andy Flower) নজরদারিতে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের মাঠেই (DY Patil University ground) অনুশীলন করলেন লখনউ সুপার জায়েন্টসের ক্রিকেটাররা।
সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে যাঁরা খেলছিলেন, তাঁদের অবশ্য এদিনের অনুশীলনে খুব একটা দেখা যায়নি। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে খেলা ক্রিকেটারদের এই অনুশীলন বাধ্যতামূলক ছিল না। তবে বাকিরা এদিন ঘাম ঝড়িয়েছেন। তিনটি ম্যাচের দুটি ম্যাচে জয়। এবারের আইপিএলে ছুটছে লখনউ। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় প্রথম পাঁচেই আছে লখনউ সুপার জায়েন্টস।
আরও পড়ুন : কার্তিক-শাহবাজের অবিশ্বাস্য ব্যাটিং, রাজস্থানকে ৪ উইকেটে হারিয়ে জয় আরসিবির
ব্যাটিং-বোলিং তো ছিল, মূলত বুধবারের অনুশীলনে জোর দেওয়া হয়েছিল ফিল্ডিংয়ের উপরেই। কারণ, হায়দরাবাদের বিরুদ্ধে জিতলেও কে এল রাহুলের দলের ফিল্ডিং কিন্তু এখন বেশ স্লথ। তাই গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি পরের ম্যাচের আগে দলের ফিল্ডিংকে মজবুত করতে চান। বৃহস্পতিবার আইপিএলে ফের মাঠে নামবে লখনউ। নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে প্রতিপক্ষ দিল্লি। ফলে লক্ষ্মীবারের সন্ধ্যায় সবার নজর রাহুল বনাম ঋষভের লড়াইয়ের দিকে।
এই বছরের আইপিএলে এখনও পর্যন্ত তরুণ ক্রিকেটারের তালিকায় নজর কেড়েছেন লখনউয়ের দুই ক্রিকেটার আবেশ খান এবং আয়ূষ বাদোনি। শেষ ম্যাচে হায়দরবাদের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন আবেশ। মধ্যপ্রদেশের ইন্দোরের এই ক্রিকেটার ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন। তাঁকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে প্রাক্তনদের মধ্যেও। সবমিলিয়ে অভিষেক মরশুমে এখনও পর্যন্ত ধারে-ভারে অনেকটাই নিজেদের তৈরি করেছে লখনউ। জেসন হোল্ডারের দলে ফেরা অনেকটাই শক্তি বাড়িয়েছে। দেশি এবং বিদেশি, দুই শক্তিতেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে রাহুলে দল। বিশেষ করে, চেন্নাইকে হারানোর পর এখন ফুটছেন সুপার জায়েন্টসরা।
ডিসক্লেমার - এডিটরজি আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অংশ