একজন অধিনায়কের বিদায়। তারপর থেকে বিতর্কের ঝড়। যেখানে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স। তাই আইপিএলের অকশনের ২৪ ঘণ্টা কাটার আগেই এবার সরাসরি মুখ খুললেন মুম্বই কর্তা মাহেলা জয়বর্ধণে। স্পষ্ট করলেন রোহিতকে নিয়ে দলের অবস্থান।
মাহেলা জানিয়েছেন, রোহিতকে অধিনায়কের পদ থেকে সরানো খুব সহজ সিদ্ধান্ত নয়। এই ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো দিক খতিয়ে দেখা হয়েছে। তারপরেই তারা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পেরেছেন। এই ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের উদাহরণ দিয়েছেন জয়বর্ধণে।
হার্দিকের ব্যাপারে মাহেলা অভিমত, দীর্ঘদিন মুম্বইয়ে খেলেছেন। মুম্বই সম্পর্কে বিস্তর অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগানো হবে। মাহেলার মতে, ভুললে চলবে না হার্দিকও একজন চ্যাম্পিয়ন।