তাঁর লম্বা চুল একসময় ভারতীয় ক্রিকেটকে নতুন দিশা দিয়েছিল। মহেন্দ্র সিং ধোনির হাত ধরে টিম ইন্ডিয়া পেয়েছিল নতুন ফ্যাশন। দেশের জার্সি গা থেকে নামিয়ে ফেলেছেন বেশ কয়েক বছর আগে। কিন্তু এখনও খবরেই থাকে মাহির লুক।
সম্প্রতি আইপিএলের অনুশীলনে নতুন লুকেই দেখা গেল চেন্নাই অধিনায়ককে। লাল ব্যান্ডানায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। সেই ছবি পোস্ট হতেই এখন ভাইরাল। ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মাঠে নামছে চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে পাঁচ বার আইপিএল জিতেছেন ধোনি। এ বারেও জিততে চাইবেন তিনি। তবে আইপিএলে তাঁকে কেমন চুলের কায়দায় দেখা যাবে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।