সামনেই আইপিএল। চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। এর মধ্যেই নয়া চমক। মাঠে নামার আগে নিজের লুক পরিবর্তন করলেন মাহি। বদল আনলেন নিজের হেয়ার স্টাইলে।
আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মাঠে নামার সময় বড় চুল ছিল মহেন্দ্র সিং ধোনির। তারপর বহুদিন সেই লুকে দেখা যায়নি মাহিকে। দীর্ঘ দিন পর ধোনির চুল ফের তাঁর ঘাড় ছুঁয়েছে। এবার আইপিএলের আগে সেই লুকেও বদল আনলেন মাহি।
সেলিব্রিটি হেয়ার ড্রেসার আলিম হাকিম ধোনির একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, লম্বা চুলই রেখেছেন ধোনি। তবে, চুল সেট করে সোনালি রং করেছেন তিনি। যে লুক দেখে বোঝার বিলকুল উপায় নেই মাহির বয়স ৪২।