এশিয়া কাপ ফাইনালের আগে ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। রবিবারের ম্যাচে মহেশ তিকসিনাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনি। ভারতীয় শিবিরেও চোটের কালো মেঘ। তাই তড়িঘড়ি ব্যাকআপ হিসাবে নিয়ে যাওয়া হল ওয়াশিংটন সুন্দরকে।
বাংলাদেশ ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। তাঁর দুই হাত এবং ঊরুতে চোট লাগে। সেই অবস্থাতেও ভারতকে জেতাতে মরিয়া ছিলেন অক্ষর। কিন্তু ম্যাচ শেষে বাঁ-হাতি এই অলরাউন্ডারের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তাই আর দেরি না করে ওয়াশিংটনকে শ্রীলঙ্কায় ডাকা হয়েছে।
এশিয়া কাপের পরেই দেশের মাটিতে হবে বিশ্বকাপ। তার আগে চোট মুক্ত থাকতে চায় টিম ইন্ডিয়া। এমনিতেই পিঠের ব্যথায় এখনও কাবু শ্রেয়স আইয়ার। এশিয়া কাপে একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। তাই নতুন করে চোট উদ্বেগ চান না ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।