চোটের কারণে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে একদিনের সিরিজে (One day) নেই অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেটার মিচেল মার্শ (Mitchell Marsh)। মার্শের চোট উদ্বেগ বাড়াল আইপিএলের (Ipl) দল দিল্লির (Delhi capital)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ঊরুতে চোট পেয়েছেন মার্শ। যার জেরে ছয় থেকে আট-মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে অনুশীলনে চোট পান মার্শ।
শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিরিজ সেরা হয়েছিল অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। কিন্তু চোট বারবার তাঁকে জাতীয় দল থেকে দূরে ঠেলে দিয়েছে। যার নবতম সংযোজন ঊরুতে চোট। যা তাঁর আইপিএল খেলার উপরেও প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিল।
আরও পড়ুন : কাজে এল না ডুপ্লেসি-বিরাটের যুগলবন্দী, আরসিবিকে পাঁচ উইকেটে হারাল পঞ্জাব
সাড়ে ছ কোটি টাকার বিনিময় এই বছর মিচেল মার্শকে এই বছর কিনেছিল দিল্লি। প্রথম ম্যাচে তারা মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়েছে। কিন্তু মার্শের চোট আপাতত চাপে রাখল দিল্লির কোচ রিকি পন্টিং এবং অধিনায়ক ঋষভ পন্থকে।