বিশ বছরের বৃত্ত সম্পূর্ণ। ইডেন থেকে শুরু হয়ে ইডেনেই থামল তাঁর কেরিয়ার। বাইশগজকে পাকাপাকি ভাবে বিদায় জানালেন মন্ত্রী মনোজ। শনিবারই শেষবার ব্যাট করতে নেমেছিলেন। ২০০৪ সালে দিল্লির বিরুদ্ধে এই ইডেনেই রণজি ট্রফিতে অভিষেক হয়েছিল তাঁর।
ঘরোয়া ক্রিকেটে ১৪৭ ম্যাচে মনোজের ব্যাটে রয়েছে ১০ হাজারের বেশি রান। ৩০টি শতরানের মালিক বাংলার অধিনায়ক। সর্বোচ্চ অপরাজিত ৩০৩ রান। রবিবার ইডেন থেকে আজ সবই অতীত।
সোমবার থেকে আর ক্রিকেট নেই। তবে মনে থাকবে, রণজি ট্রফিতে মনোজের বেশ কিছু যুদ্ধের কথা। যার মধ্যে অবশ্যই মুম্বইয়ে ফাইনালের সেই ম্যাচ। সেখানে মহারাজের সঙ্গী হয়ে সচিনদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বেলুড়ের এই যুবক।
চোট তাঁকে বিব্রত করেছে বারবার। তাই দীর্ঘ হয়নি ভারতীয় দলে তাঁর খেলা। ২০০৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল। ধোনির ঐতিহাসিক অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের সদস্য ছিলেন বাংলার এই ক্রিকেটার।