আইপিএল (IPL 2022) শুরুর আগেই বড় ধাক্কা লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants)। ছিটকে গেলেন টিমের অন্যতম ক্রিকেটার মার্ক উড (Mark Wood)। ক্রিক ইনফোর রিপোর্ট অনুযায়ী, ডানহাতের কনুইয়ে চোট পেয়েছেন ইংরেজ পেসার।
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। সেই টেস্টে হাতে চোট পান মার্ক উড। আইপিএলের মেগানিলামে ৭.৫ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। মার্ক উড এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে পারবেন না, সেকথা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: হোলির দিন নতুন জার্সি উদ্বোধন কেকেআরের, নতুন বেশেই আইপিএলে নামবেন শ্রেয়স আইয়াররা
২৮ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে নামবে লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। মার্ক উডের পরিবর্তে টিমে কে আসবে, তা এখনও জানা যায়নি।
Disclaimer: Editorji আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের একটি অংশ