রঞ্জি ট্রফি খেলে ফেরার পথে বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। মঙ্গলবার দুপুরে ত্রিপুরার আগরতলা থেকে সুরাতগামী একটি বিমানে ওঠেন মায়াঙ্ক।
জানা গিয়েছে, বিমান সেবিকারা লক্ষ্য করেন মায়াঙ্কের সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে কর্ণাটকের অধিনায়ককে বিমান থেকে নামিয়ে আগরতলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মায়াঙ্ক।
আরও পড়ুন - 'নিজেদের জালেই যেন না ফাঁসে ভারত', সতর্ক করলেন হরভজন
বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, মায়াঙ্ক বিমানবন্দরে কোনও একটি বোতল থেকে জল খেয়েছিলেন। সেখানে অ্যাসিডের মতো কিছু ছিল। সেটি খাওয়ার পরেই তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কর্ণাটক দলের পক্ষ থেকে জানানো হয়েছে এখন বিপদমুক্ত আছেন মায়াঙ্ক।