মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় ম্যাচ। চূড়ান্ত ক্রিকেটের ব্যস্ততা। রোজ অনুশীলন, জিম। এসবের মধ্যেই রসবোধ ধরে রাখলেন রবীন্দ্র জাদেজার। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রীর সঙ্গে একটি কথোপকথনের পোস্ট ভাইরাল।
চেন্নাইয়ে সিএসকের একটি হোটেলে জাদেজার পোস্টারের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্ত্রী রিভাবা। স্ত্রীর পোস্ট দেখে সঙ্গে সঙ্গে কমেন্ট করেন জাড্ডু। লেখেন, "দ্রুত আমার ঘরে চলে এস। এটা আমার হুকুম।" জাদেজার এই 'নির্দেশ' দেখে পোস্ট করেন সিএসকের সমর্থকরাও। রজনীকান্তের 'জেলার' ছবির জনপ্রিয় সংলাপ তুলেও অনেকে লেখেন, 'বাঘের হুকুম'।
প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেন জাদেজা। রিভাবা আইপিএলে প্রথম থেকে জাদেজার সঙ্গে ছিলেন না। রিভাবা হোটেলে পৌঁছেছেন বুঝতে পেরে তাঁকে দ্রুত ঘরে চলে আসার কথা বলেন জাদেজা।