কলকাতা নাইট রাইডার্স কেন তাঁকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে, তা নিয়ে প্রশ্ন কম ওঠেনি। নিলামের টেবিলে মেন্টর গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছিল। তবে, সমালোচকদের যোগ্য জবাব দিলেন মিচেল স্টার্ক। প্রথমে আইপিএলের প্লে-অফে তাঁর তাক লাগানো পারফরম্যান্স, তারপর চিপকে ফাইনালের প্রথম ওভারের পাঁচ নম্বর বলে আইপিএলের এই মরশুনের সেরা বলটি করে ফেললেন মিচেল স্টার্ক।
রবিবার ফাইনালে স্টার্কের সুইং ধরতেই পারলেন না সানরাইজার্সের সেরা ব্যাটসম্যান অভিষেক শর্মা। উড়ে গেল অফ স্টাম্প। চিপকের লাল মাটির উইকেটে আরেক ওপেনার ট্রেভিস হেডকে শূন্য রানে ফেরালেন বৈভব অরোরা। চতুর্থ ওভারে স্টার্কের দ্বিতীয় উইকেট রাহুল ত্রিপাঠী। ৯ রানে ফিরলেন তিনি। ১০০ রান স্কোরবোর্ডে তোলার আগে পরপর উইকেটের পতনে বিধ্বস্ত সানরাইজার্সের ব্যাটিং লাইন আপ। এখন কত রানে অলআউট হন কামিন্সরা, সেটাই দেখার।